ইন্সপেক্টর রাকিবের প্রচেষ্টায় বিবাদ মিটলো মামুন মিতু জুটির
আতিকুর রহমান আতিক, মফস্বল ডেস্ক থেকে :
সপ্তাহ খানেক পুর্বে পলাশবাড়ী উপজেলার তালুক কেওড়াবাড়ী গ্রামের মামুন সরকার প্রেম সম্পর্কের মাধ্যমে বিয়ে করে গোবিন্দগঞ্জ থানার ধুন্দিয়া গ্রামের মিতু জাহানকে।
বিয়ের পর হতে দুই পরিবারের মধ্যে সম্পর্ক গড়ে না উঠায় তাদের মধ্যে ছোট খাট বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগে থাকত।
তারই পরিপ্রেক্ষিতে গত ১৮ জুন মামুন সরকার পারিবারিক কলহের জের ধরে মিতু জাহানকে স্থানীয় কাজীর মাধ্যমে এক তরফা তালাক দিয়ে মিতুকে তার গ্রামের বাবার বাড়ী পাঠিয়ে দেয়।
পরবর্তীতে মিতুর বাবা বাদী হয়ে মিতুকে মারধর, নির্যাতন ও যৌতুক চাওয়ার অভিযোগ এনে পলাশবাড়ী থানায় অভিযোগ দায়ের করে।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে ২৩ জুন বুধবার পলাশবাড়ী থানার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো:রাকিব হোসেনের প্রচেষ্টায় মামুন ও মিতুর পরিবারের সদস্যদের উপস্থিতিতে দীর্ঘ সময় ধরে আলোচনার মাধ্যমে বিষয়টি আপোষ করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী তাদের মধ্যে পুনরায় রেজিস্ট্রি মুলে কাবিননামা করা হয়।
পরবর্তীতে মিতু বা মামুনের পরিবারের অভিভাবকরা তাদের সংসার করার ক্ষেত্রে সহায়তা ও উপদেশ প্রদান করবে এবং ছোট খাট ভুল বা ঝগড়ার বিষয়টি অভিভাবকরা যেন বড় না করে সে জন্য তাদের অভিভাবকদেরও সতর্ক করে দেন ইন্সপেক্টর মো:রাকিব হোসেন।
।