DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

গুলিভর্তি বিদেশি রিভলবারসহ সুনামগঞ্জে অস্ত্র ব্যবসায়ি গ্রেফতার

News Editor
জুন ২৮, ২০২১ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

গুলিভর্তি বিদেশি রিভলবারসহ সুনামগঞ্জে অস্ত্র ব্যবসায়ি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: গুলিভর্তি বিদেশি রিভলবার সহ জুনেদ আহমদ নামে এক অস্ত্র ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) সুনামগঞ্জের প্রবাসী অধুষ্যিত শিল্পনগরী ছাতক হতে রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

জুনেদ ওই উপজেলার ধারণ গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। সোমবার রাতে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ সিলেটের মিডিয়া সেল জানায়, র‌্যাব-৯ ’র সদর কোম্পানীর এক বিশেশায়িত টিম রবিবার রাতে ছাতকের সুহিতপুরের সিলেট-সুনামগঞ্জ সড়ক হতে জুনেদকে গ্রেফতার করেন।

গ্রেফতার কালে তার হেফাজত হতে ৩ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলবার, বিপুল পরিমাণ বাংলাদেশি নগদ টাকা, ১টি মুঠোফোন , মুঠোফোনের ২টি সিমকার্ড জব্দ করা হয়। র‌্যাব-৯ এর মেজর মো. মঈনুল ইসলাম, সিনিয়র এএসপি ওবাইন, এএসপি সোমেন মজুদারের নেতৃত্বে অভিযান চালিয়ে গুলিভর্তি অস্ত্র, নগদ টাকা, মুঠোফোন , সিমকার্ড জব্দ করা হয়।

রাতেই গ্রেফতার জুনেদকে ছাতক থানায় সোপর্দপূর্বক জব্দকৃত আলামম সহ তার বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় র‌্যাবের পক্ষ হতে একটি মামলা দায়ের করা হয়।

আরো পড়ুন :  মানিকছড়িতে সেনা অভিযানে বিদেশী মদ জব্দ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]