গাইবান্ধায় ১৮ টি ভ্রাম্যমাণ আদালতে ৯০ টি মামলায় ৬২ হাজার ৯ শ টাকা জরিমানা
আতিকুর রহমান আতিক, মফস্বল ডেস্ক থেকে :
শাট ডাউনের তৃতীয় দিনে গাইবান্ধা জেলায় ১৮ টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯০ টি মামলায় ৬২৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
৩ জুলাই শনিবার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে করোনা সংক্রমণ ও বিস্তার রোধকল্পে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে এবং জনসচেতনতা সৃষ্টিতে জেলার সকল উপজেলায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এবং জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
এসময় আরোপিত বিধি-নিষেধ সমূহ কঠোর ভাবে বাস্তবায়নের লক্ষে জেলা প্রশাসনের ১৮ টি ভ্রাম্যমাণ আদালতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও ব্যাটালিয়ন আনসার বাহিনীর সহযোগিতায় বিভিন্ন অপরাধে ৯০ টি মামলায় ৬২ হাজার ৯ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।