গাইবান্ধায় ১৭টি ভ্রাম্যমান আদালতে ১০৩টি মামলায় ৮৯ হাজার টাকা জরিমানা
আতিকুর রহমান আতিক, মফস্বল ডেস্ক থেকে :
চলমান সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিনে গাইবান্ধার সাতটি উপজেলায় ১৭টি ভ্রাম্যমান আদালতে ১০৩টি মামলায় ৮৯ হাজার পঞ্চাশ টাকা অর্থদন্ড করা হয়েছে।
৪ জুলাই রবিবার জেলার সবকটি উপজেলায় ১৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদন্ড করা হয়। করোনা সংক্রমণ ও বিস্তাররোধে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। জেলা প্রশাসন পরিচালিত ১৭টি ভ্রাম্যমাণ আদালতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও ব্যাটেলিয়ন আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।