গাইবান্ধায় বিএনপি নেতার স্ত্রী-সন্তানসহ ৪ জন করোনায় মৃত্যু, মহাসচিবের শোক
আতিকুর রহমান আতিক, মফস্বল ডেস্ক থেকে :
গাইবান্ধা জেলা বিএনপি’র উপদেষ্টা আতোয়ার রহমানের স্ত্রী, মেয়ে, ও দুই ছেলেসহ মোট ৪ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। সম্প্রতি তাদের অকাল মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তা জানিয়েছেন।
মৃত ব্যক্তিরা হলেন, আতোয়ার রহমানের স্ত্রী মমতা বেগম (৬৫), ছেলে আব্দুল ওয়াদুদ মামুন (৪৯), মুরাদ ইসলাম (৪৫) ও মেয়ে জান্নাতুল হাফসা লাজ (৩৯)।
১২ জুলাই সোমবার গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক এ তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সহ দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিটুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোকবার্তা প্রকাশ করে।
এই শোকবার্তায় বিএনপি’র মহাসচিব বলেন, গাইবান্ধা জেলা বিএনপি’র উপদেষ্টা আতোয়ার রহমানের পরিবারের ওই ৪ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণের ঘটনায় গভীর শোকাবহ। এই হৃদয় বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। দোয়া করি মহান রাব্বুল আল আমিন যেন তাদেরকে জান্নাত নসীব এবং তাদের শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
এদিকে, ওই পরিবারের ৪ জনের মৃত্যুতে গাইবান্ধা জেলা বিএনপি ও উপজেলা বিএনপির নেতারা পৃথক পৃথক ভাবে শোকবার্তা দিয়েছেন।
গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি অধ্যপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, আমি গভীর শোকাহত। সমবেদনা জানানোর ভাষা নেই। আল্লাহ তায়ালা শোকাহত পরিবারের শোক সইবার শক্তি দান করুন এবং মৃত্যুদের বেহেশত নসীব করুন।আমিন।