আনোয়ারায় ট্রাক চাপায় পথচারীর মৃত্যু
- আপডেট সময় : ১১:২৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ১০৫২ বার পড়া হয়েছে
আনোয়ারায় ট্রাক চাপায় পথচারীর মৃত্যু
আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ট্রাকের চাপায় মোঃ আবু সৈয়দ নুর (৫৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের ৬নং দক্ষিণ গুয়াপঞ্চক গ্রামের দেয়াং বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। জানা যায়, নিহত আবু সৈয়দ নুর দক্ষিন গুয়াপঞ্চক গ্রামের নছু মাতবরের বাড়ির মৃত আবুল কাসেমের ছেলে এবং নিহত সৈয়দ ২ছেলে ১মেয়ে সহ মোট ৩ সন্তানের জনক। প্রত্যেক্ষদর্শী মোঃ হেলাল জানান, নিহত সৈয়দ তার পালিত ছাগল নিয়ে পাহাড় থেকে নেমে বাড়ি ফেরার পথে পিছন থেকে আসা কেইপিজেডের মাঠি কাটার কাজে ব্যবহুত দশ চাকার ডেম্প ট্রাক গাড়ি তার উপর দিয়ে চলে যায়।
এসময় মগজ আর রক্ত বের হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার কর্তব্যরত অফিসার এএসআই কমল মার্মা জানান,বৈরাগ ইউনিয়নে একটি দূর্ঘটনার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়েছে।
[irp]






















