এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই দাবানল মোকাবেলায় হিমশিম খাচ্ছে তুরস্ক। প্রধান পর্যটনস্থল ভূমধ্যসাগর ও এজিয়ান সাগর উপকূলগুলোতে দাউ দাউ করে জ্বলছে আগুন।
তুরস্কের দক্ষিণাঞ্চলে ভূমধ্যসাগরীয় উপকূলে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে প্রায়ই দাবানল হয়। কর্মকর্তারা বলছেন, এবারে শুরু হওয়া দাবানল এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ।
সপ্তাহান্তের একটি ভিডিওতে দেখা গেছে, সৈকতের পর্যটন রিসোর্টগুলো থেকে পর্যটকদের নৌকায় করে সরিয়ে নেওয়া হচ্ছে। আর তুরস্কের উপকূলরক্ষীদের নৌকাগুলো উদ্ধার অভিযান চালাচ্ছে।
বিবিসি জানায়, স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে, দাবানলের আগুনের গ্রাসে চলে গেছে বানাঞ্চলের প্রায় ১০০,০০০ হেক্টর এলাকা।
অগ্নিনির্বাপন কর্মীরা বিমান এবং হেলিকপ্টার নিয়ে সোমবার দক্ষিণপশ্চিমাঞ্চলের দু’টি শহরে আগুন নেভানোর কাজ শুরু করেছে। অগ্নিনির্বাপন কর্মীদের চেষ্টায় এদিন ১৩০ টিরও বেশি এলাকার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে তুরস্ক কর্তৃপক্ষ।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গত রোববার জানিয়েছিল, তারা বনাঞ্চলের আগুন নেভাতে তুরস্ককে সহায়তা করার জন্য পানিবহনকারী কয়েকটি বিমান পাঠাবে।
ক্রোয়েশিয়া থেকে একটি এবং স্পেন থেকে দুটি বিমান সহায়তা পাঠানোর জন্য ইইউ-কে ধন্যবাদ জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তায়িপ এরদোয়ান।
তুরস্কে অগ্নিনির্বাপন বিমানের ঘাটতি থাকার কারণে এরদোয়ানের সরকার সমালোচিত হয়েছে। সপ্তাহান্তে মানাওগাত শহরের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এরদোয়ান বলেছেন, দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে তার সরকার যথাসম্ভব সবকিছু করবে।