DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২রা জুলাই ২০২৫
ঢাকাবুধবার ২রা জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

DoinikAstha
আগস্ট ২৩, ২০২১ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা বানুপাড়া এলাকায় হারাগাছ সরকারি কলেজ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) আল ইমরান হোসেন।

হারাগাছ থানার ইন্সপেক্টর (তদন্ত) এবিএম ফিরোজ ওয়াহিদ সঞ্চালনায় বিট পুলিশিং সমাবেশে বক্তব্য রাখেন, হারাগাছ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, হারাগাছ কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল আক্তার প্রমুখ। সমাবেশে হারাগাছ থানার সকল বিট অফিসার ও হারাগাছ পৌরসভা, সারাই ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের তিনটি ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন :  দুর্নীতির অভিযোগে ওসি মাসুদ এখন এসআই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।