নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় অস্ত্র-মাদক ও নগদ টাকাসহ আব্দুল গফফার (৪৬) নামে এক কুখ্যাত ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাতে জেলার বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাঁপাড়া নামক গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গফফার ওই গ্রামের জহির সোনারের ছেলে।
বুধবার ১ সেপ্টেম্বর বেলা ১২টায় শহরের ডিবি পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া এসব তথ্য জানান।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদে মঙ্গলবার গভীর রাতে ডিবি ওসির নেতৃত্বে এসআই মিজানুরসহ সঙ্গীয় ফোর্স ওই গ্রামে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেরে গাফফার বাড়ির টিনের চালার ওপর দিয়ে পালানোর চেষ্টা করে। পরে তাঁর কাছ থেকে ১টি বিদেশ পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি, ৫৩ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ মাদকবিক্রির ২ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে বদলগাছী থানায় মাদক চোরাচালান ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, গফফার বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন নাম ব্যবহার কর অস্ত্র ও মাদক ব্যবসা করতো । তাঁর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় চোরাচালানের ১২টি, অস্ত্র মামলা ১টি ও মাদক আইনে ১টি মামলা রয়েছে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুন খান চিশতী, ডিবির ওসি কে এম শামছুজ্জামানসহ পুলিশেরর উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।