শিরোনাম:
মোটরসাইকেল রক্ষা করতে গিয়ে বাস উল্টে আহত ১০
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৮:২৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- / ১০৭৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কে আশুগঞ্জের বগৈর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
আজ শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে রওনা হয়ে আল-মোবারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেটের দিকে যাচ্ছিল। দুপুরের দিকে আশুগঞ্জের বগৈর বাসস্ট্যান্ড এলাকায় বাসটি পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসটির চালকসহ অন্তত ১০ জন আহত হন।
এই ব্যাপারে বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করা হয়েছে।
[irp]















