খাগড়াছড়ির চেঙ্গী নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ
- আপডেট সময় : ০৭:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১
- / ১০৫৪ বার পড়া হয়েছে
মোফাজ্জল হোসেন ইলিয়াছ,খাগড়াছড়িঃ চেঙ্গী নদীতে গোসল করতে হিয়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে একজনকে উদ্ধার করেছে স্থানীয়রা অপরজনকে এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারের কাজ চলছে।
আজ শুক্রবার (১০ই সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার উত্তর গঞ্জপাড়া এঘটনা ঘটে। নিখোঁজ দুইজন হলেন খাগড়াছড়ি সদর উপজেলার উত্তর গঞ্জপাড়া এলাকার বাসিন্দা মোঃ দিদারুল ইসলাম এর ছেলে সেলিম আহমেদ (১০) ও মোঃ উজ্জ্বল হোসেন ছেলে মোঃ রিফাত হোসেন (৭)।
পারিবারিক সূত্রে জানাযায়, দুপুর ২ টার দিকে ছেলে দুটিকে তাদের বাবা-মা খোঁজাখুঁজি করতে থাকলে, আশে পাশের বলে আপনাদের ছেলারা পানিতে নেমে গোসল করেছে। পরে স্থানীয় লোকজন নদীতে নেমে ৩ টার দিকে সেলিম আহমেদকে উদ্ধার করে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিফাত হোসেনকে স্থানীয় মাধ্যমে এখনো নদী হতে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয় খাগড়াছড়ি ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, ফায়ার সার্ভিসের ডুবুরি না থাকায় রাঙ্গামাটি থেকে ডুবুরি আনা হচ্ছে 
[irp]
 
																			
























