DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৭ই জুলাই ২০২৫
ঢাকাসোমবার ৭ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে সাড়ে ৩ কেজি গাজাসহ আটক-১

DoinikAstha
সেপ্টেম্বর ১১, ২০২১ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে মো. মাসুম জোমাদ্দার (৩৫) নামে এক মাদক কারবারীকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। শুক্রবার (১০ সেপ্টেম্বর’২১) রাতে রাজাপুর উপজেলার বাঘরী ইউশা ফিলিং স্টেশনের সামনে জেবি পবিরহন থেকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে সাড়ে তিন কেজি গাজা উদ্ধার করে পুলিশ। মাসুম রাজাপুর উপজেলার কানুদাসকাঠি গ্রামের মৃত ইয়াকুব আলী জমাদ্দরের ছেলে। পুলিশ জানায়, চট্টগ্রাম টু পাথরঘাটা গামি জেবি পরিবহনে মাসুম ফেনি থেকে গাজা নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তার কাছ থেকে সাড়ে তিন কেজি গাজাসহ তাকে আটক করে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার হয়েছে এবং শনিবার সকালে ঝালকাঠি কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।