DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৩০শে ডিসেম্বর ২০২৪
ঢাকাসোমবার ৩০শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বরের বদলে স্বেচ্ছাসেবক লীগ নেতা

DoinikAstha
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

বরের বদলে স্বেচ্ছাসেবক লীগ নেতা। বিয়ের সব আয়োজন সম্পন্ন। বধূ সেজে অপেক্ষা করছেন কনে। সারাদিন অপেক্ষার পরও বর এলেন না। কনে হয়ে যান অজ্ঞান। অবশেষে নতুন পাত্র হয়ে এলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা।

গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহম্মদ আলী মাঝি বাড়িতে এ ঘটনা ঘটেছে।
পাত্রী সানজিদা ইয়াছমিনকে বিয়ে করেন আলাউদ্দিন খোকন (৩৩), তিনি মুছাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য (মেম্বার) মৃত নূর ইসলাম ভূঞার ছেলে।

এলাকাবাসীরা জানান, দুই পরিবারের সিদ্ধান্তে ১৪ ফেব্রুয়ারি চরপার্বতী ইউনিয়নের বাসিন্দা মো. শাকিলের সঙ্গে চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হেলালের মেয়ে সানজিদা ইয়াছমিনের বিয়ের দিন ঠিক হয়। তবে নির্দিষ্ট সময়ে বর পক্ষ না আসায় মেয়ের পরিবারের পক্ষ থেকে ঘটক ও পাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও বিয়ে করতে আসেননি। কনের পরিবার এ বিষয়ে এলাকার চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। পরবর্তিতে পারিবারিকভাবে ওই দিন রাতেই নতুন পাত্র আলাউদ্দিন খোকনের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বর আলাউদ্দিন খোকন জানান, আমি নিজের ইচ্ছায় একটি অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, মানবিক দিক বিবেচনা করে এ সিন্ধান্ত নিয়েছে। রাত ৯টার দিকে আমার পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:০২
  • ৩:৪২
  • ৫:২২
  • ৬:৪১
  • ৬:৩৮