রাণীনগরে আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শনে জেলা প্রশাসক
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁ জেলার রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের গুচ্ছগ্রামে আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শনে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ঘরগুলো পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন, ইউপি সদস্য এবাদুল ইসলাম প্রমুখ।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো জানান, উপজেলা জুড়ে কয়েকটি স্থানে আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে ৪১টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। এসব ঘর নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। আশা করছি আর কিছু দিনের মধ্যে ঘরের কাজ শেষ হবে। আশ্রয়ন প্রকল্পের নির্মাণার্ধীন ঘরের কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক।