DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রংপুরে শ্রদ্ধা নিবেদন শেষে নিখোজ সাবেক ইউপি চেয়ারম্যান

News Incharge
ফেব্রুয়ারি ২২, ২০২২ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

রংপুরে শ্রদ্ধা নিবেদন শেষে নিখোজ সাবেক ইউপি চেয়ারম্যান

রিয়াজু্ল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাসা থেকে বের হয়ে ফিরে আসেনি সাবেক ইউপি চেয়ারম্যান ছাদেক আলী। নিখোঁজের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো আশি বছর বয়সী এই বৃদ্ধের সন্ধান মেলেনি।

ছাদেক আলী রংপুর নগরীর তাজহাট নাজির দিগর এলাকার বাসিন্দা। তিনি রংপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও দর্শনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন ছাদেক আলীর ছেলে মেহেদী হাসান। নিখোঁজ ছাদেক আলীর সন্ধান চেয়ে সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

এ ব্যাপারে ছাদেক আলীর ছেলে মেহেদী হাসান বলেন, গত ২০ ফেব্রুয়ারি রোববার রাত ১১টার দিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়ার জন্য বাসা থেকে বের হন বৃদ্ধ ছাদেক আলী। এরপর থেকে ২৪ ঘণ্টারও বেশি সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত তিনি বাসায় ফিরে আসেননি।

মেহেদী আরো বলেন, জেলা ও উপজেলা আওয়ামী লীগ কার্যালয়সহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেয়া হয়েছে। আত্মীয় স্বজনের বাড়িতে তিনি যাননি। তার বাবার সঙ্গে থাকা মোবাইল ফোন নম্বরটিও বন্ধ রয়েছে।

নিখোঁজ ছাদেক আলীর গায়ের রঙ ফর্সা, তিনি উচ্চতায় ৫ ফিট ৬ ইঞ্চি লম্বা। তার মাথার চুল ও দাড়ি সাদা রঙের। বাড়ি থেকে বের হওয়ার সময় পরণে সাদা রঙের পাঞ্জাবি-পায়জামা এবং খয়েরি রঙের জ্যাকেট ছিল।

কেউ কোথাও নিখোঁজ এই ব্যক্তিকে দেখলে বা সন্ধান দিতে চাইলে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় অথবা পরিবারের সঙ্গে ০১৮১১৪২৮৩২২ নম্বরে যোগাযোগ করতে অনুরুদ করা হয়েছে।

এ ব্যাপারে তাজহাট থানার ওসি আক্তারুজ্জামান প্রধান বলেন, এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোন সন্ধান পাওয়া যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে তাঁকে খুঁজতে চেষ্টা করা হচ্ছে।

আরো পড়ুন :  বেনাপোলে তৃতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট, ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০