ইউক্রেনে ঢুকে পড়েছে রুশ বাহিনী, চলছে ক্ষেপণাস্ত্র হামলা
অনলাইন ডেস্কঃ
ইউক্রেনের বেশ কয়েকটি শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। আজ বৃহস্পতিবার সকালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান ঘোষণার পর দক্ষিণ উপকূলে প্রবেশ করেছে রাশিয়ার স্থল বাহিনী।
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি সামরিক স্থাপনায় হামলার খবরও পাওয়া গেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে পুতিনের ভাষণের কিছুক্ষণ পরই ইউক্রেনের রাজধানী কিয়েভে সূর্যোদয়ের আগেই শোনা গেছে বড় বিস্ফোরণের শব্দ।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রুশ সামরিক বাহিনীর অন্যায় হামলার শিকার হওয়া ইউক্রেনের জনগনের জন্য তিনি প্রার্থনা করছেন। পুতিন বলেছেন, ইউক্রেনের কোনও অঞ্চল দখল আমাদের পরিকল্পনায় নেই। আমরা জোর করে কোনও কিছু চাপিয়ে দিতে যাচ্ছি না।
পুতিন বলেন, তিনি রুশ বাহিনীকে ইউক্রেনের মানুষ রক্ষার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ইউক্রেনের বাহিনীকে অস্ত্র নামিয়ে রাখারও আহ্বান জানিয়েছে।ইউক্রেনের নিউজ ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, রাজধানী কিয়েভের সামরিক কমান্ড সেন্টার এবং উত্তরপূর্বের খারখিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
ইন্টারফ্যাক্স ইউক্রেন জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর ওদেসা এবং মারিওপোল এ প্রবেশ করেছে রুশ স্থল সেনারা। ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী ডনেস্ক শহরে কিছুক্ষণ পরপরই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সূত্র-রয়টার্স, রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।