নিজেদের মধ্যে গোলাগুলিতে পাঁচ বিএসএফ সদস্য নিহত
আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের সদস্যরা নিজেদের মধ্যে গোলাগুলি করে অন্তত ৫ জন নিহত হয়েছেন। একই সঙ্গে একজন আহত হয়েছেন, যার অবস্থাও আশঙ্কাজনক। এর মধ্যে একজন হামলাকারী রয়েছেন। যার হামলায় প্রথমে ৪ জন নিহত হলে তাকেও গুলি করে হত্যা করা হয়। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের অমৃতসরে আজ রোববার, ৬ মার্চ সকালে এই ঘটনা ঘটে।সূত্র-এএনআই।
খবরে বলা হয়েছে, এদিন সকালে নিহত ৫ বিএসএফ সদস্যদের মধ্যে একজন অন্য সহকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীটির ৪ জন সদস্য নিহত হন। পরে অন্য সদস্যরা অভিযুক্ত হামলাকারীকে গুলি করে হত্যা করে। সূত্র-এনডিটিভি।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, যাকে হামলাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার নাম ক্যাপ্টেন সাতেপ্পা এস কে। তিনিই প্রথম অন্য বিএসএফ জওয়ানদের ওপর গুলি চালায়। পরে অন্য জওয়ানরা গুলি চালালে সাতেপ্পা নিহত হন। সূত্র-টাইমস অব ইন্ডিয়া।
রোববারের মর্মান্তিক এই ঘটনায় আরো এক বিএসএফ জওয়ান গুরুতর আহত হয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে বিএসএফের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনার সঠিক তথ্য জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র-বার্তা সংস্থা এএনআই।