গাঁজা চাষে সাফল্য ইউপির মহিলা সদস্য
- আপডেট সময় : ০৭:২৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ১০৫১ বার পড়া হয়েছে
গাঁজা চাষে সাফল্য ইউপির মহিলা সদস্য
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে মোহাম্মদ মাসুদ (৪৪) নামের এক ব্যক্তিকে ১০টি গাঁজার গাছসহ আটক করেছে পুলিশ। মাসুদ উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মনিকা বেগমের ছেলে। রবিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় গাঁজার গাছগুলো জব্দ করে পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যার দিকে পুলিশ ইউপি মেম্বার মনিকা বেগমের বাড়ির ছাদে অভিযান চালিয়ে ১০টি গাঁজার গাছ জব্দ করে। এ সময় বাড়ির ছাদে গাঁজার চাষ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে মনিরার ছেলে মোহাম্মদ মাসুদকে আটক করে পুলিশ।
মুরাদনগর থানার ওসি আবুল হাসিম বলেন, ছাদে গাঁজার চাষ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগ এনে মাসুদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
[irp]
















