শহীদ অমর বিকাশ দিবসে চট্টগ্রামে তিন সংগঠনের বিক্ষোভ
চট্টগ্রাম প্রতিনিধিঃ
“দুর্বত্তদের উৎপাত ও অব্যাহত দমন-পীড়ন বন্ধে প্রয়োজনে আরও অমর বিকাশ হবো, পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করে ছাড়বো” এই স্লোগানে শহীদ অমর বিকাশ দিবসে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে পাহাড়ের তিন গণতান্ত্রিক সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম।
আজ সোমবার (৭ মার্চ) বিকাল ৪টায় নগরীর ডিসি হিল হতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
পিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সহসম্পাদক সুদেব চাকমার সঞ্চালনায় ও গণতান্ত্রিক যুব ফোরামের নগর সহসভাপতি শুভ চাকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি মহানগর সম্পাদক অমিত চাকমা ও নারী সংঘের নগর সভানেত্রী রেশমি মারমা।
সমাবেশে বক্তারা শহীদ অমর বিকাশ চাকমাকে স্মরণ করে বলেন, ১৯৯৬ সালের ৭ই মার্চ তৎকালীন খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক আন্দোলনকে দমানোর জন্য সমাজের বখাটে ও চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে গঠন করা মুখোশ বাহিনীর দুর্বৃত্তদের বিরুদ্ধে এক সাহসি প্রতিরোধ গড়ে তোলে। প্রতিরোধে সামিল হতে গিয়ে গুলিতে অমর বিকাশ চাকমা শহীদ হন। তার এই আত্মবলিদান চিরস্মরণীয় হয়ে থাকবে।