হৃদরোগে আক্রান্ত হয়ে সন্ত্রাসীর মৃত্যু-তিন গাড়িতে আগুন
- আপডেট সময় : ০৩:১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১০৫০ বার পড়া হয়েছে
হৃদরোগে আক্রান্ত হয়ে সন্ত্রাসীর মৃত্যুঃ তিন গাড়িতে আগুন
স্টাফ রিপোর্টারঃ
অস্ত্র ও গুলিসহ আটক ইউপিডিএফ প্রসীত গ্রুপের সন্ত্রাসী মিলন চাকমা ওরফে সৌরভ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর জেরে খাগড়াছড়ির দীঘিনালায় একটি বাসসহ তিনটি গাড়িতে আগুন দিয়েছে সন্ত্রাসী। আজ মঙ্গলবার (১৫ মার্চ) বিকাল ৫টার দিকে দীঘিনালা উপজেলার বাবুছড়া এই ঘটনা ঘটে।
খবর পেয়ে সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততোক্ষণে গাড়িগুলো পুড়ে ছায় হয়ে যায়।
দীঘিনালা থানার ওসি পেয়ার আহম্মেদ বলেন, একাধিক মামলার পলাতক আসামি মিলন চাকমাকে মঙ্গলবার সকাল ৮টার দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল দল আটক করে। পরে তার বাসা তল্লাসী করে ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৩টি অবৈধ ওয়াকিটকি, আটটি মোবাইল, ১টি ল্যাপটপ ও ১টি পোর্টেবল জেনারেটরসহ গুরুত্বপূর্ন কিছু নথিপত্র উদ্ধার করে।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, মিলন চাকমা ইউপিডিএফ প্রসীত গ্রুপের কোম্পানী কমান্ডার ও একাধিক হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র মামলার পলাতক আসামি এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সঙ্গে জড়িত।
অপর দিকে আটকের পর মিলন চাকমা অসুস্থ বোধ করলে তাকে দীঘিনালা হাসপাতালে ভর্তি করা হয়। সে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টায় তার মৃত্যু হয়।
[irp]


















