দীঘিনালা কলেজে বার্ষিকক্রিড়া প্রতিযোগিতার উদ্ভোধন
- আপডেট সময় : ০৩:০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১০৫২ বার পড়া হয়েছে
দীঘিনালা কলেজে বার্ষিকক্রিড়া প্রতিযোগিতার উদ্ভোধন
মোঃ মহাসিন মিয়া/দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ মার্চ (বৃহস্পতিবার) উপজেলার কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজের আয়োজনে সভায় কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরার সভাপতিত্বে উদ্ভোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অত্র কলেজের দাতা সদস্য মো. কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা সদস্য নরেন্দ্র লাল ত্রিপুরা, নির্বাহী সদস্য রঞ্জন কুমার চাকমা ও মেরুং ইউপি সদস্য ঘনশ্যাম ত্রিপুরা মানিক।
এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপক উন্নয়ন ও পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। এসময় সভায় আরও উপস্থিত ছিলেন, অত্র কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা সহ সকল শিক্ষার্থী বৃন্দ।
[irp]


















