শিরোনাম:  
                            
                            নীলফামারীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের যাকাত বিতরণ
 
								
							
                                
                              							Doinik Astha							
								
                                
                                - আপডেট সময় : ০৩:১৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ১০৪৮ বার পড়া হয়েছে
যাকাতের টাকায় ২১ জন অভাবী পুরুষ ও ১১ জন বিধবা নারীকে উপার্জন উপকরণ কিনে দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
সাকিল ইসলাম, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে যাকাতের টাকায় ২১ জন অভাবী পুরুষ ও ১১ জন বিধবা নারীকে উপার্জন উপকরণ কিনে দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
নীলফামারি সদর উপজেলা পঞ্চপুকুর চেংমারী বড় জামে মসজিদ রমজান শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ আহমাদুল্লাহ।
২৯ মার্চ,মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় নীলফামারীতে যাকাতের টাকায় ২১ জন অভাবী পুরুষ ও ১১ জন বিধবা নারীকে উপার্জন উপকরণ কিনে দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।এসব উপকরণ বিতরণে ব্যয় মোট : ৬ লক্ষ ২৪ হাজার ২৫০ টাকা।
এসময়,আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয় দরিদ্র মানুষকে স্বাবলম্বী করা ও হালাল উপার্জনে উৎসাহিত করা আস-সুন্নাহ ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে ফাউন্ডেশন নানা পদক্ষেপ গ্রহণ করে চলেছে। এরই অংশ হিসেবে স্বাবলম্বীকরণ প্রকল্প-২০২২ বাস্তবায়িত হচ্ছে।

 
																			




















