DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

DoinikAstha
এপ্রিল ১৪, ২০২২ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

সাকিল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ ধর্ম ও সংস্কৃতির মধ্যে বিভেদ ভুলে সারাদেশের মতো নীলফামারিতেও বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ।

সকাল ১০ টায় চৌরঙ্গী মোড় থেকে বড়বাজার জেলা প্রশাসনের উদ্যোগে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় শিশু, কিশোর, তরুণ-তরুণীসহ অংশ নেয়া বিভিন্ন বয়সী মানুষের উচ্ছ্বাস আর বাহারি পোশাক পরিধান, নাচ-গান, হইহুল্লোড়ে তৈরি হয় অন্যরকম আমেজ।

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সব পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টর স্কুল এন্ড কলেজ সামনে গিয়ে শেষ হয়।

পরে বৈশাখী কালেক্টর স্কুল এন্ড কলেজের আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই নীলফামারীবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন- খন্দকার ইয়াসির আরেফীন জেলা প্রশাসক, নীলফামারী।পুলিশ সুপার মোখলেছুর রহমান বিপিএম বার পিপিএম ,জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারন সম্পাদক এড. মমতাজুল হক,উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ।উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি প্রকৌশলী সফিকুল ইসলাম ডাবলু, সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির।

এরপর সেখানে শিশু-কিশোরসহ স্কুল ও কলেজের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। পহেলা বৈশাখ ঘিরে কালেক্টর স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ ছাড়াও নীলফামারী সরকারি কলেজ , নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ,ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ, নীলফামারী মডেল কলেজ,মশিউর রহমান ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বর্ষবরণের নানা আয়োজন করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬