শনিবার আ.লীগের কার্যনির্বাহী কমিটির সভা
নিজস্ব প্রতিবেদকঃ
গত দুই বছরে সীমিত পরিসরে দুই দফা বৈঠকের পরে আগামীকাল শনিবার প্রথম পুরো কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসছে আওয়ামী লীগ। শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সভায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন, আগামী জাতীয় নির্বাচন, মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনের সম্মেলনের তারিখ নির্ধারণ, দলীয় কোন্দল নিরসনসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা আসতে পারে।
দলীয় সূত্র মতে জানাগেছে, সামনে জাতীয় সংসদ নির্বাচন, দলের ২২তম জাতীয় সম্মেলন, প্রতিষ্ঠাবার্ষিকীসহ নানা কারণে কালকের বৈঠকটি গুরুত্বপূর্ণ। এতে জাতীয় সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা হবে।
এছাড়াও বৈঠকের আলোচনার বিষয়বস্তু থাকছে, শোক প্রস্তাব পাঠ, ১৭ মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও ১১ জুন কারামুক্তি দিবস, ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী, ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ৫ আগস্ট শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়, সাংগঠনিক ও বিবিধ।
সাংগঠনিক সম্পাদকেরা তাঁদের সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করবেন। আসন্ন জাতীয় নির্বাচনের জন্য মাঠের প্রস্তুতি এবং যেসব জেলায় দলীয় কোন্দল বা অভ্যন্তরীণ সমস্যা আছে, সেগুলো সমাধানেও কথা বলতে পারেন দলীয় সভাপতি শেখ হাসিনা। এ ছাড়া বিভিন্ন জেলা শাখার নেতাদের অব্যাহতি ও বহিষ্কারের সুপারিশের বিষয়েও সিদ্ধান্ত হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমাদের জাতীয় সম্মেলন আগামী ডিসেম্বর মাসে হওয়ার কথা। তিন বছর পর পর আমাদের সম্মেলন হয়। সে হিসেবে আগামী ডিসেম্বরে সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছি।
করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ হলেই সদস্যরা সভায় অংশ নিতে পারবেন। এবার কেন্দ্রীয় কমিটির সব সদস্যকে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে দলটি।