DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২১শে ডিসেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২১শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পার্বত্যাঞ্চলের সকল প্রকার রক্তপাত বন্ধ করা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিওসহ)

রাঙামাটি প্রতিনিধিঃ
মে ২৭, ২০২২ ১০:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

পার্বত্যাঞ্চলের সকল প্রকার রক্তপাত বন্ধ করা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

রাঙামাটি প্রতিনিধিঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পার্বত্য চট্টগ্রাম সহসহ দেশের কোথাও চাঁদাবাজি ও রক্তপাত হতে দেব না। আমরা এতো এতো চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। জঙ্গী ও সন্ত্রাসীদের দমন করেছি। পার্বত্যাঞ্চলের সকল রক্তপাত বন্ধ করা হবে। চুক্তির অবাস্তবায়িত বিষয় সমুহ আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। প্রত্যাহারকৃত সেনা ক্যাম্পের স্থলে এপিবিএন’র ক্যাম্প স্থাপন করা হবে।

বৃহস্পতিবার সকালে রাঙামাটির সুখী নীলগঞ্জ পুলিশ লাইনে ডিআইজি আর্মড পুলিশ ব্যাটালিয়ানস্ (পার্বত্য জেলা সমূহ) কার্যালয় ও তিন পার্বত্য জেলায় তিনটি আর্মড পুলিশ ব্যাটালিয়ন কার্যালয়’র ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়’র মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বাসন্তি চাকমা এমপি, আইজিপি বেনজির আহমেদ, র‍্যাব প্রধান আব্দুল্লাহ আল মামুন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পার্বত্যাঞ্চল এর আইন শৃঙ্খলা রক্ষা ও চুক্তির শর্ত অনুযায়ী এ আমর্ড পুলিশ মোতায়ন করা হচ্ছে। একই সাথে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্পে এপিবিএন স্থাপন করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ৩:৪০
  • ৫:১৯
  • ৬:৩৮
  • ৬:৩৬