খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের শান্তিপূর্ন বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক এমপি-ওয়াদুদ ভূইয়া।
আজ রবিবার (২৯মে) বিকাল ৪ টার দিকে শহরের মাটিরাঙ্গা বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক নিপু আহম্মদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মূলে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি মূলে আরো জানাযায়,
শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে আওয়াামী ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচী বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার পূর্বেই ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এই হামলায় গুরুতর আহত নেতৃবৃন্দরা হলেন, জেলা বিএনপির সদস্য নুুরুল আমিন নুরু, মাটিরাঙ্গা পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক নারায়ণ ত্রিপুরা, দেবাশীষ দত্ত আশীষ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলা উদ্দিন, পৌর ছাত্রদলের যুুগ্ম আহবায়ক মোঃ ফারুক, সদস্য সচিব আঃ রহমান রানা সহ আরো ১০/১৫জন।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হত্যার হুমকি দেওয়ার পর সারা দেশে যে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে, তা সামাল দেওয়ার জন্য তারা (ছাত্রলীগ) সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। এটাই হচ্ছে ফ্যাসিবাদের চরিত্র। আমরা এর তীব্র নিন্দা জানাই। এভাবে সন্ত্রাস করে কোনো দিন ক্ষমতায় থাকা যায় না।