DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৯ই জুলাই ২০২৫
ঢাকাবুধবার ৯ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে বিএনপির সব সমাবেশ সফল

Doinik Astha
নভেম্বর ১৪, ২০২২ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহী অঞ্চলের মাটি বাংলাদেশী জাতীয়তাবাদ বিশ্বাসীদের তথা বিএনপির দুর্জয় ঘাটি। নানা ঘাত প্রতিঘাত হামলা মামলায় সেই দূর্গে কিছুটা ছন্দপতন ঘটলেও বিএনপির বিভাগীয় মহামসাবেশ ঘিরে সকল ভয়ভীতি ঝেড়ে ফের ঘুরে দাড়াচ্ছে।

রাজশাহীতে বিএনপির সব সমাবেশ সফল হয়েছে। এবারো তার ব্যাত্ত্যয় ঘটবেনা বরং জাতীর এই ক্রান্তিকালে ডিসেম্বর স্বরুপে তারা আর্ভিভূত হবে। সকল বাধার পাহাড় ডিঙ্গিয়ে তারা বিশাল সমাবেশ করবে। অতীতেও পরিবহন বন্ধ করে বিএনপির সমাবেশ ঠেকানো যায়নি এবারতো আরো নয়। সমাবেশ আরো কটাদিন বাকী আছে। কিন্তু বসে নেই নেতাকর্মীরা। বিশেষ করে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, রাজশাহীর সাবেক মেয়র  বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু সাবেক মন্ত্রী সাংগঠনিক সম্পাদক সমন্বয়ায়ক এ্যাড: রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এ্যাড: শাহীন শওকতসহ জেলা মহানগর নেতৃবৃন্দ।

ইতোমধ্যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজশাহী বিভাগীয় গণসমাবেশ বিষয় নিয়ে মতবিনিময় করেছেন এসব নেতারা। বিভাগের সাংগঠনিক সম্পাদকসহ নেতৃবৃন্দকে নিয়ে এক দফা বৈঠক করে দিক নির্দেশনা দিয়েছেন। দায়িত্বপ্রাপ্ত নেতারা বিভিন্ন জেলায় গিয়ে সভা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। লক্ষ্য একটা যে কোন মূল্যে রাজশাহীর বিভাগীয় সমাবশে সফল করা। যেহেতু রাজশাহী ভেন্যু তাই এখানকার নেতাকর্মীদের চাপ একটু বেশী। জেলা মহানগরের অঙ্গসংগঠনগুলো নিয়ে বৈঠক করছেন। তৎপর রয়েছে মহিলা দলও।
সমাবেশ হবে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে। ইতোমধ্যে মিজানুর রহমান মিনু রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা আহবায়ক আবু সাঈদ চাঁদ, মহানগর আহবায়ক এ্যাড: এরশাদ আলী ঈশা, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, শফিকুল হক মিলন, নজরুল হুদা ওয়ালিউল হক রানাসহ নেতারা মাঠ পরিদর্শন করেছেন। দায়িত্বপ্রাপ্ত নেতারা দেশের অন্যান্য স্থানের সমাবেশ বাধা বিপত্তি, পরিবহন ধর্মঘট, আগেভাগে চলে আসা নেতাকর্মীদের অবস্থান খাওয়া সবকিছু বিষয় খতিয়ে দেখছেন। সেভাবে প্রস্তুতি চলছে। লক্ষ্য একটাই শান্তিপূর্নভাবে মহাসমাবেশ সফল করা। সকল উস্কানীর ব্যাপারে সর্তক থাকা। এসব দেখভালের জন্য সাব কমিটিও করা হয়েছে। তাদের নিয়ে পরিকল্পনা নির্দেশনা দেয়া হচ্ছে।

আরো পড়ুন :  এবার মুরাদনগরে নারীসহ ৩ জনকে পিটিয়ে হত্যা


মিজানুর রহমান মিনু বলেন, সকল বাধা পেরিয়ে লাখ লাখ মানুষ সমাবেশ যোগ দেবে। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, যত বাধা দেবে যত ধর্মঘট ডাকবে তা বিএনপির জন্য শাপে বর হবে। কারন এতে করে নেতাকর্মী সমর্থকদের আগ্রহ তত বাড়বে। তারাও চাইবে দলে দলে যোগ দিয়ে সমাবেশ সফল করতে। সাইকেল, ভ্যান, রিক্সাসহ প্রয়োজনে গরু মহিষের গাড়িতে করে গ্রাম থেকে মানুষ আসবে। কোনভাবে মানুষের জোয়ার ঠেকানো যাবেনা। অতীতেও যায়নি। চাপাইনবাবগঞ্জ, নওগা, নাটোর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাটেও সমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ জেগেছে। তারা ভয়কে জয় করে সমাবেশ সফল করার প্রত্যয় ব্যাক্ত করেছে। সে অনুযায়ী পরিকল্পনাও করছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]