DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৯ই জুলাই ২০২৫
ঢাকাবুধবার ৯ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

নির্যাতিত’ নেতা-কর্মীদের তথ্য সংগ্রহ করছে বিএনপি

Astha Desk
ডিসেম্বর ১৩, ২০২২ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

নির্যাতিত’ নেতা-কর্মীদের তথ্য সংগ্রহ করছে বিএনপি

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

সরকার বিরোধী আন্দোলনে ‘নির্যাতিত’ নেতা-কর্মীদের আইনগত সহায়তা দিতে তথ্য সংগ্রহ শুরু করেছে বিএনপি। কেন্দ্রীয় এ তথ্যভান্ডারে নির্যাতনের শিকার নেতা-কর্মীদের নাম-ঠিকানাসহ বিস্তারিত বর্ণনা থাকবে।

বিশেষ করে টানা হরতাল-অবরোধের সময় বিএনপির দাবি অনুযায়ী যারা ‘গুম, হত্যা, হামলা ও মামলা’র শিকার হয়েছেন তথ্যব্যাংকে সেই নেতা-কর্মীদের তালিকা ‍তুলে ধরা হবে।

প্রক্রিয়াটির সঙ্গে সংশ্লিষ্ট বিএনপির দায়িত্বপ্রাপ্তরা ‘হত্যা-গুমে’র শিকার অনেকের বিষয়ে তথ্য পাওয়ার দাবি করেছেন। তবে তারা কেউ নাম প্রকাশ করতে রাজি না হওয়ায় ওই সংখ্যাগুলো প্রকাশ করা হলো না।

অসংখ্য নেতা-কর্মী কারাগারে বন্দি রয়েছেন উল্লেখ করে দায়িত্বপ্রাপ্তরা বলেছেন, কেন্দ্রীয় নেতাদের মতো স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধেও একাধিক মামলা দেওয়া হয়েছে।

বিএনপির সূত্রগুলো জানিয়েছে, সব পর্যায়ে ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের বিষয়ে তথ্য চেয়ে দলের তৃণমূল নেতাদের কাছে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে নির্যাতিত ব্যক্তি কখন, কোথায়, কিভাবে আর কার বা কাদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন তা জানতে চাওয়া হয়। তবে ওই চিঠিতে ভুল তথ্য দেওয়ার বিষয়ে ইউনিটগুলোকে সতর্ক করা হয়েছে।

কোন কোন বিষয়ে তথ্য সংগ্রহ চলছে জানতে চাইলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহীন বলেন, প্রধানত: ‘হত্যা, গুম আর মামলা’র বিষয়েই তথ্য সংগ্রহ চলছে। সব প্রক্রিয়া শেষ হলে বিস্তারিত জানানো হবে।

নির্যাতনের শিকার নেতা-কর্মীদের বিষয়ে তথ্য সংগ্রহের উদ্দেশ্য জানতে চাইলে এখন বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, যে নেতা-কর্মীরা আন্দোলন করতে গিয়ে জেল-জুলুমের শিকার হয়েছেন। তাদেরকে দলের পক্ষ থেকে সব ধরনের আইনানুগ সহযোগিতার ব্যবস্থা করা হবে।

আসাদুল করীম শাহীনও বলেন, তারা নির্যাতিত নেতা-কর্মীদের চিকিৎসা সেবার পাশাপাশি আইনগত সব সহযোগিতা দেবেন।

নেতা-কর্মীদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান রিপন বলেন, তাদের কোনো আর্থিক সহযোগিতা দেওয়া হবে না। কারণ বিএনপি একটা পরিবারের মতো।

আরো পড়ুন :  পানছড়িতে লোগাং স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
এমকে/আস্থা/এসজেআর

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।