খাগড়াছড়িতে সাংবাদিকতায় ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
প্রেস ইনস্টিউট বাংলাদেশ (পিআইবি’র) উদ্যোগে খাগড়াছড়ি জেলার সাংবাদিকদের জন্য দুইদিনব্যাপী সাংবাদিকতায় ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৮ ডিসেম্বর খাগড়াছড়ি প্রেসক্লাবে এ প্রশিক্ষণ শুরু হয়। বৃহপতিবার ২৯ ডিসেম্বর প্রশিক্ষণের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রæ চৌধুরী অপু।
খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জিতেন বডুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রেস ইনস্টিউট বাংলাদেশ (পিআইবি’র) উপ-পরিচালক (চ.দা) জাকির হোসেন, স্থানীয় দৈনিক অরণ্যবার্তা’র সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাস উদ্দিন নিপুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মফস্বল সাংবাদিকদের জন্য সাংবাদিকতায় ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ। একজন সাংবাদিক যেমন দেশের উন্নয়ন ও ভালো খারাপ জনগনের কাছে তুলে ধরতে অগ্রণী ভুমিকা পালন করে। তেমনি একটি ভুল তথ্য বা ভুয়া খবর ফ্যাক্ট চেক না করে প্রকাশ করলে বিভিন্ন সমস্যা তৈরির পাশাপাশি দেশের উন্নয়নও পিছিয়ে যেতে পারে। সে ক্ষেত্রে সংবাদ প্রকাশের আগে প্রতিটি তথ্যের ফ্যাক্ট চেক করে তথ্য অধিকার সম্পর্কে যেনে ও পর্যাপ্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে সংবাদ প্রকাশ করতে হবে এবং আবারও ফলোআপ রিপোর্ট করতে হবে। যাহাতে করে সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়ে সত্যটা অবগত হতে পারে।
এসময় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম, বর্তমান সভাপতি প্রদীপ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। দুদিনব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন মিডিয়ায় কর্মরত জেলা ও বিভিন্ন উপজেলার ৩৫ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।