DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ৪ঠা মে ২০২৪
ঢাকাশনিবার ৪ঠা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কোনটি?

Abdullah
জানুয়ারি ৩, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কোনটি?

স্টাফ রিপোর্টারঃ

মানুষের আয়ত্তাধীন কোন কাজও কঠিন নয়। আয়ত্তের বাহিরে সব কাজও কঠিন! যা মানুষের পক্ষে আয়ত্ত করা সম্ভব নয় তাই কঠিন কাজ।

অনেক কাজ আপনার কাছে কঠিন মনে হতে পারে। কিন্তু এটারও সহজ রূপ আছে। যা আপনার ধৈর্যশক্তির বাহিরে। আপনার কাছে যে কাজটি কঠিন মনে হয় লক্ষ করে দেখুন অন্যের কাছে সেই কাজটি কিন্তু অতি সহজ। যে কাজটি মানুষ কারো না, কারো পক্ষে সহজ হয় সেই কাজটি কঠিন হয় কিভাবে! অবশ্য নিজ দুর্বলতার কারণে সাময়িক কাজটি কঠিন মনে হতে পারে! তবে, একটু ধৈর্য ধরে কাজটিতে লেগে থাকুন দেখবেন আস্তে আস্তে কাজটি সহজ হয়ে যাবে। কঠিন এবং জটিল কাজ আছে তবে এটা একেকজনের কাছে একেক রকম। আমি এক বিষয়ে দক্ষ! তাই, বিপরীত বিষয়টি আমার কাছে কঠিন মনে হবে। ঠিক তদ্রূপ আপনি একটি বিষয়ে অদক্ষ এটা আপনার কাছে কঠিন অথচ বিপরীত বিষয়টি সম্পর্কে আপনি দক্ষ! তাই, বিপরীত বিষয়টি আপনার কাছে সহজ মনে হবে এটাই মানুষের স্বভাবজাত প্রকৃতি।

কঠিন কিছু কাজ আছে যা আমার কাছে মনে হয়ঃ- সত্যের পথে চলা, হালাল ইনকাম করা, কঠিন কাজ হলো, প্রতিটি মানুষের মনের মতো হয়ে চলা।

১। কঠিনতম কাজ “পিতার কাঁধে পুত্রের লাশ”।

২। কঠিন কাজ হলো সব সময় সত্য কথা বলা।

৩। দুনিয়াবী চাহিদা থেকে দূরে থাকা।

৪। কঠিন কাজ মানুষ চেনা।

৫। আর স্ত্রীর কাছে সবচেয়ে কঠিন কাজ তার স্বামীর মরা মুখ দেখ।

৬। আবার কারও কাছে সবচেয়ে কঠিন কাজ হল সেটা যেটা সে পারেনা।

৭। কঠিন কাজ যাদেরকে আপনি আপন মনে করেন তাদের খুশি করা।

৮। পৃথিবীতে নিঃসঙ্গ থাকা/একা বসবাস করা ।

৯। নিজের সমালোচনা করা বা নিজের দোষ ধরা।

আরো পড়ুন :  পিরোজপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

১০। কঠিন কাজ হলো বেচে থাকা, প্রতিমুহুর্তে একটার পর একটা পরীক্ষা দেওয়া কখনো বা সুখ ছাড়াই সুখের অভিনয় করা।

১১। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হল নিজেকে সৎ পথে রেখে সারাজীবন এগিয়ে চলা। কারন আমরা কখনই পারি না নিজেদের সকল লোভ, হিংসা থেকে আড়াল করে রাখতে। কেন না কোনো সময় নিজের পথ থেকে সরে আসতেই হয়। আর সেটাই হল সবচাইতে কঠিন কাজ।

১২। সবচেয়ে কঠিন কাজ হল সৎ পথে বড় হওয়া।

১৩। পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে যে নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখা এবং ঈমান রক্ষা করা। ইত্যাদি।

সুতরাং নিদিষ্টি করে বলা কঠিন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কোনটা।

আসলে মানুষের কাছে হয়তবা কঠিন কোন কাজ নেই সবই করা সম্ভব, মানুষ স্বপ্নের চেয়েও বড়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪