DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫
ঢাকারবিবার ১৩ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

রংপুরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩. আহত-১৫

মোফাজ্জল হোসেন ইলিয়াছ
জানুয়ারি ১০, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

রংপুরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩. আহত-১৫

 

রিয়াজুল হক সাগর/রংপুরঃ

রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলি দোয়ালীপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে থানার ওসি জানান, সকাল ৮টার দিকে চিকলি এলাকায় কুমিল্লাগামী তৃপ্তি পরিবহনের সাথে দিনাজপুরগামী সুমন পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে ঘটনাস্থলেই তৃপ্তি গাড়ির হেলপার আবুল কালাম ও মুসলিম উদ্দিন সহ সুমন গাড়ির চালক নিহত হন। স্থানীয় মানুষের সহযোগিতায় পুলিশ এবং ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে তারাগঞ্জ মেডিকেল কলেজ এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করিয়েছে।

মরদেহ তারাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। কুয়াশার কারণে ব্রেক ফেইল করে এই দুর্ঘটনা হয় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]