সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দেলোয়ার হোসেন (২৭) নামে বাংলাদেশি এক যুবক গুরুতর আহত হয়েছে। এ সময় হনুফা বেগম (৫৭)কে বিএসএফের বেধড়ক মারধরে গুরুতর আহত করা হয়। আজ শুক্রবার (১৩জানুয়ারী) দুপুর ২টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বুরুঙ্গাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
গুলিতে ও মারধরের আঘাতে আহতের এ ঘটনরা সত্যতা নিশ্চিত করেছেন ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আরিফ আহমেদ।
সুনামগঞ্জ-২৮ বিজিবি পরিচালক মাহবুবুর রহমান জানান, বিএসএফ-র গুলিতে এক যুবক কোমরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন তাকে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিকালে ৫টার দিকে পাঠানো হয়েছে ও মারধরে এক নারী আহত হয়েছে।