DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

যশোরে তিনদিন ব‍্যাপী “ফুল উৎসব” অনুষ্ঠিত

Ellias Hossain
জানুয়ারি ১৯, ২০২৩ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

যশোরে তিনদিন ব‍্যাপী “ফুল উৎসব” অনুষ্ঠিত

 

মোঃ ওসমান গনি/বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

 

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে এই প্রথম বারের মতো ফুল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে গদখালীতে তিন দিন ব্যাপী ফুল উৎসব উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খাঁন।

 

 

ফুলের রাজ্যকে আরো গতিশীল ও বর্তমান ফুল সেক্টরকে উন্নয়নে তরান্বিত করতে এবং ফুল চাষিদেরকে উৎসাহ যোগাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গদখালীর ফুলের রাজ্যে ব্যতিক্রম ধর্মী এই অনুষ্ঠানের বিশেষ ভাবে আয়োজন করেন।

 

 

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ঝিকরগাছা পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, পানিসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী ও বাংলাদেশ ফ্লায়ার্স এ‍্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

ফুল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ফুল চাষে বিশেষ অবদান রাখায় ফুল চাষি শাহাজান, মুনজুর আলম, ইসমাইল হোসেন, জাবেদুর রহমান, আবুল হোসেন, আব্দুর রহিমসহ স্থানীয় কৃষকদের মাঝে ক্রেট প্রদান করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬