DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৮ই জানুয়ারি ২০২৫
ঢাকাশনিবার ১৮ই জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

করোনায় আক্রান্ত চীনে ৮০ শতাংশ মানুষ

DoinikAstha
জানুয়ারি ২১, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

করোনায় আক্রান্ত চীনে ৮০ শতাংশ মানুষ

চীনের ৮০ শতাংশ মানুষ করোনাভাইরাসে সংক্রামিত হয়েছে। তবে অদূর ভবিষ্যতে করোনার দ্বিতীয় ঢেউয়ের সম্ভাবনা নেই।

শনিবার চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান মহামারী বিশেষজ্ঞ উ জুনিউ এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে দেওয়া পোস্টে উ জুনিউ বলেছেন,  চলমান চন্দ্র নববর্ষের ছুটির সময় জনগণের গণ-চলাচল মহামারীর আরও বিস্তার ঘটাতে পারে।

এই সময় কিছু এলাকায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

নববর্ষের ছুটি উপলক্ষে কয়েকটি কোটি চীনা নাগরিক দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্বজনদের সঙ্গে দেখা করতে ছুটে যাচ্ছেন।

দেশটিতে করোনার বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়ায় বিপুল সংখ্যক মানুষের এই অবাধ যাতায়ত সংক্রমণ বাড়াতে পারে।

 

ইতোমধ্যে জ্বর ক্লিনিক, জরুরি সেবা কক্ষে কোভিড রোগীদের সর্বোচ্চ পর্যায় অতিক্রম করেছে বলে বৃহস্পতিবার জাতীয় স্বাস্থ্য কমিশনের একজন কর্মকর্তা জানিয়েছেন।

 

সরকারী তথ্য অনুযায়ী, চীন হঠাৎ করে শূন্য-কোভিড নীতি বাতিল করার প্রায় এক মাসে (১২ জানুয়ারি পর্যন্ত) কোভিডে আক্রান্ত প্রায় ৬০ হাজার জন রোগী হাসপাতালে মারা গেছেন।

অবশ্য বাস্তব সংখ্যা এরচেয়ে অনেক বেশি বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

কারণ শ্বাসযন্ত্রে সংক্রমণ হয়ে গেলে মারা গেলে কেবল সেটাকেই কোভিডে মৃত্যু বলে স্বীকৃতি দেয় চীন।

 

আরো পড়ুনঃ

কানায় কানায় পূর্ণ ইজতেমার মাঠ শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার ২য় পর্ব

টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার ২য় পর্ব আগামী কাল শুক্রবার (২০জানুয়ারি)

থেকে শুরু হয়ে চলবে রবিবার (২২জানুয়ারি) পর্যন্ত।আর এই দিন রবিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে/২৩ সালের বিশ্ব ইজতেমা।

 

আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তুরাগ নদীর পাড়ের মূল মাঠ পরিপূর্ণ হয়ে আশপাশের এলাকা গুলোতেও ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন।…

 

পার্বত্যাঞ্চলের বিষয়ে সুপারিশ করবে মানবাধিকার কমিশন

রাঙ্গামাটিতে মানবাধিকার লঙ্ঘন বিষয়ক গণ শুনানী। তিন পার্বত্য জেলা সফরে জাতীয় মানবাধিকার কমিশন টিম।

আরো পড়ুন :  দুর্নীতির মামলায় ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড

মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছে, জাতীয় মানবাধিকার কমিশন।সোমবার ১৬ জানুয়ারি সন্ধায় জেলা শহরের চেঙ্গী স্কোয়ারস্থ সার্কিট হাউসে এ সভা অনুষ্ঠিত হয়।

 

খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। ….

 

#করোনায় আক্রান্ত

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮
  • ১২:১২
  • ৩:৫৬
  • ৫:৩৬
  • ৬:৫৩
  • ৬:৪৩