DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বড়ছড়া-চারাগাঁও শুল্ক ষ্টেশন চুরির কয়লা জব্দ

Astha Desk
জানুয়ারি ২৫, ২০২৩ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

বড়ছড়া-চারাগাঁও শুল্ক ষ্টেশন চুরির কয়লা জব্দ

 

স্টাফ রিপোর্টারঃ

 

 

সোয়া চার লাখ চুরির কয়লা জব্দ করেছে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ। মঙ্গলবার সন্ধায় উপজেলার সীমান্তবর্তী চারাগাঁও শুল্ক ষ্টেশন সংলগ্ন সংসার পাড়ের পাথর ঘাটা থেকে মালিকবিহিন অবস্থায় এসব চুরির কয়লা জব্দ করে পুলিশ। আজ বুধবার সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেন।

 

 

মিডিয়া সেল জানায়, উপজেলার বড়ছড়া-চারাগাঁও শুল্ক ষ্টেশন দিয়ে ভারত থেকে আমদানিকৃত কয়লা নৌ-পথে পরিবহনকালে কয়েকটি সংঘবদ্ধ চক্র কয়লা চুরি করে নিয়ে অনত্র্য বিক্রি করছে এমন অভিযোগ উঠায় থানা পুলিশ মঙ্গলবার দিনভর বিশেষ অভিযানে নামে।

 

 

থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেনের নেতৃত্বে পুলিশী বিশেষ অভিযান চলাকালে এলসি কৃত চুরির কয়লা ফেলে চোর চক্রের সদস্যরা চারাগাঁও শুল্ক ষ্টেশন সংলগ্ন সংসার পাড়ের পাথর ঘাটা থেকে সটকে পড়ে। এরপর পুলিশ মালিকবিহিন অবস্থায় প্রায় সোয়া চার লাখ টাকা মুল্যের ২৮ মেট্রিক টন চুরির কয়লা জব্দ করে।

 

 

আজ বুধবার তাহিরপুর থানার এসআই আহমেদ আরেফিন জানান, জব্দ তালিকা প্রণয়ন করা হয়েছে, আদালতে প্রতিবেদন পেশ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]