DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৩ই মে ২০২৫
ঢাকামঙ্গলবার ১৩ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

চসিক প্রকল্পের প্রকৌশলীর ওপর হামলার প্রতিবাদে পাহাড়ে মানববন্ধন

Astha Desk
জানুয়ারি ৩০, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

চসিক প্রকল্পের প্রকৌশলীর ওপর হামলার প্রতিবাদে পাহাড়ে মানববন্ধন

 

 

রাঙামাটি প্রতিনিধিঃ

 

কর্তব্যরত চট্টগ্রাম সিটি কপোরেশনের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো: গোলাম ইয়াজদানী’র ওপর সন্ত্রাসী কায়দায় ঠিকাদারদের হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও দ্রুত বিচার দাবিতে সোমবার রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা এলজিইডি’র প্রকৌশলী -কর্মচারীরা পৃথক পৃথকভাবে ১ ঘন্টা পর্যন্ত মানব বন্ধন কর্মসূচি পালন করেছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা এলজিইডি কার্যালয়ে সোমবার’র বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত এ মানব বন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আব্দুর রশীদ খান, নির্বাহী প্রকৌশলী আহমেদ শফি, নির্বাহী প্রকৌশলী মোহন চাকমাসহ জেলা- উপজেলার বিভিন্ন স্তরের প্রকৌশলী ও কর্মচারীগণ। একই সময়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম নের্তৃত্বে জেলা- উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের প্রকৌশলী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বান্দরবান পার্বত্য জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদারের নের্তৃত্বে বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত মানব বন্ধন কর্মসূচি পালন করে। এতে জেলা উপজেলার বিভিন্ন পদবী’র প্রকৌশলীসহ কর্মচারীগণ অংশ গ্রহন করেছে।

 

উল্লেখ্য গত রোববার বিকেল আনুমানিক ৪ টার সময় নিজ দপ্তরে দায়িত্ব পালনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ গোলাম ইয়াজদানী (আইইবি/এফ-৬২৬৩) ‘র প্রায় ২০-২৫ জন ঠিকাদার সন্ত্রাসী কায়দায় হামলা চলায়।

 

সরকারী দায়িত্ব পালনকালে একজন প্রকৌশলীকে শারিরীকভাবে লাঞ্চনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। এধরণের নেক্কারজনক ঘটনায় প্রকৌশলীগণ ক্ষু্দ্ধ হয়ে ওঠেছে দাবী করে মানব বন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১ এবং ডেন্টাপ্ল্যান-২১০০ বাস্তবায়নে প্রকৌশলীরা নিরলসভাবে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাবহ থাকবে। কিন্তু সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যচ্ছে যে, সরকারি দায়িত্ব পালনকালে প্রকৌশলীরা বিভিন্নভাবে লাঞ্চিত হচ্ছে।

বক্তাগণ আরও বলেন, এ ঘটনায় স্থানীয় অবকাঠামো উন্নয়ন এবং ব্যবস্থাপনা, কর্মসংস্থান সৃষ্টি, আর্থ-সমাজিক উন্নয়ন, দারিদ্র দূরীকরণ এবং প্রধানমন্ত্রী ঘোষিত স্থানীয় উন্নয়ন কার্যক্রমের সাথে সাথে দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রমে বিঘ্ন ঘটানোর ষড়যন্ত্র চলছে বলতে হবে। কারণ উন্নয়নের সাথে জড়িত হাতগুলো গুটিয়ে থাকলে, উন্নয়ন অগ্রযাত্রাও থেমে যাবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৫
  • ১৯:৫৭
  • ৫:১৮