DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কবিরাজি চিকিৎসা দেয়ার নামে গৃহবধূকে ধর্ষণ

Astha Desk
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

কবিরাজি চিকিৎসা দেয়ার নামে গৃহবধূকে ধর্ষণ

 

স্টাফ রিপোর্টারঃ

 

মানিকগঞ্জের সিংগাইরে কবিরাজী চিকিৎসা দেওয়ার নামে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় থানায় মামলা হওয়ার পর অভিযুক্ত কবিরাজ আলাল উদ্দিনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাঁত তিনটার দিকে এলাকার এক ভূট্টা ক্ষেতে এ ধর্ষণের ঘটনা ঘটে। আপককৃত আলাল উদ্দিন উপজেলার জয়নগর গ্রামের মৃত জহর বয়াতির ছেলে। তিনি এলাকায় কৃষি কাজের পাশাপাশি কবিরাজি চিকিৎসা করেন।

 

ভুক্তভোগী ওই নারীর স্বামী জানান, ১৪ মাস বয়সী তার একমাত্র মেয়ে কয়েকদিন ধরে পাতলা পায়খানা ও বমি জনিত রোগে ভুগছিলো। এজন্য তার দুঃসম্পর্কের মামা আলাল উদ্দিনের কাছে যান তিনি। আলাল উদ্দিন তাকে জানান মেয়েকে পানি পড়া দেয়াসহ কবিরাজি চিকিৎসা ধারানি দিতে হবে।

 

একারণে বৃহস্পতিবার রাত দুইটার দিকে আলাল উদ্দিন তাদের বাড়িতে আসে।এরপর তার স্ত্রী ও মেয়েকে ধারানি দেওয়ার জন্য গ্রামের একটি পুকুর পাড়ে নিয়ে যায়। কবিরাজ আলাল উদ্দিন তার ব্যবহৃত মোটরসাইকেল পাহারা দেওয়ার কথা বলে স্বামী ও মেয়েকে দাঁড় করিয়ে রেখে স্ত্রীকে নিয়ে পুকুর পাড়ে যায়। এরপর রাত তিনটার দিকে অন্ধকারে সুকৌশলে গৃহবধূকে পাশের ভূট্টাক্ষেতে নিয়ে জোরপুর্বক ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে গৃহবধূর স্বামী ও কন্যাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়া হয়।ধর্ষণের পর কবিরাজ ওই গৃহবধূকে পুকুরের পানিতে গোসল করতে বলেন। গোসলের পর তার পড়নের কাপড় চোপড় পানিতে ফেলে দেওয়া হয়। পরে ওই গৃহবধূ বাড়িতে ফিরে স্বামীর কাছে ধর্ষণের ঘটনা জানায়।

 

সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা জানান, আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে থানায় আসেন এক যুবক। এরপর নিজে বাদি হয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। এরপর মামলার একমাত্র আসামী আলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]