শিরোনাম:
সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
Astha DESK
- আপডেট সময় : ০৩:৫৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১০৬১ বার পড়া হয়েছে
সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার হোসনাবাদ এলাকায় বিদ্যুৎ এর ছেঁড়া তারে আটকে রানী বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১০টায় এ ঘটনা ঘটে। নিহত রানী বেগম হোসনাবাদ গ্রামের রোকন মিয়ার স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নের হোসনাবাদ গ্রামের রানী বেগম আজ শুক্রবার সকালে নিজ ঘরে পারিবারিক কাজ করছিলেন। এ সময় ঘরের মিটারের ছেঁড়া তারে আটকে বিদ্যুৎস্পৃষ্ট হন রানী বেগম। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক রানী বেগমকে মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
















