কিশোরগঞ্জ প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম তুষারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আব্দুর রউফ ভূইয়া,সহ-সভাপতি মামুন উজ্জ্বল,যুগ্ন সাধারণ সম্পাদক রাজিবুল হক সিদ্দিকী রকি,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল,কোষাধ্যক্ষ মাহবুব আলম প্রমুখ।
সভায় সর্বসম্মতি ক্রমে কমিটি বর্ধিত করা হয়।বর্ধিত কমিটিতে দপ্তর সম্পাদক রায়হান জামান (“দৈনিক আস্থা”)
প্রচার সম্পাদক মোঃ ইমরান হোসেন (“দৈনিক সংবাদ সারাবেলা”), তথ্য ও গবেষণা সম্পাদক দেলোয়ার হোসেন নানক (“দৈনিক স্বদেশ বিচিত্রা”),ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ সানজিদ হক (“দৈনিক আমার সংগ্রাম”),সহ- ধর্ম বিষয়ক সম্পাদক : মুহাম্মদ আব্দুল্লাহ (“দৈনিক আমার সংগ্রাম”),শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক: আরাফাত হোসেন সাগর (“দৈনিক আমার সংগ্রাম”) , সাংস্কৃতিক সম্পাদক : ছাইদুর রহমান ( দৈনিক বিডি প্রথম বার্তা),সমাজ সেবা সম্পাদক : মোঃ আলাউদ্দিন ঝন্টু (“দৈনিক বিডি প্রথম বাতা”),যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক : হুমায়ূন কবির রেহান(“দৈনিক বিডি প্রথম বার্তা”),পাঠাগার ও পুস্তক বিষয়ক সম্পাদক: আশরাফুল ইসলাম রাজন (“দৈনিক কিশোরগঞ্জ প্রতিদিন”),শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আতাউল হাসান দিনার (একুশে টাইমস) কে নির্বাচিত করা হয়।
পরবর্তীতে আগামী এক বছরের জন্য তাড়াইল ও হোসেনপুর উপজেলা প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর আংশিক কমিটির অনুমোদন দেন কিশোরগঞ্জ প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর সভাপতি ও সাধারণ সম্পাদক।
এ সময় সভায় কিশোরগঞ্জ প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
রায়হান জামান,কিশোরগঞ্জ