DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ১৭ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির বাড়িতে মেহমান হবেন প্রধানমন্ত্রী

Doinik Astha
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

যোগাযোগ ব্যবস্থার আমল পরিবর্তনে বদলে গেছে একসময়ের অবহেলিত কিশোরগঞ্জের হাওর অঞ্চল। এখন হাওর জুড়ে চোখে পড়বে বড় বড় অবকাঠামো, বদলে গেছে হাওরের জীবন মান। গ্রামীণ অর্থনীতিতে ফিরেছে গতি নিজের হাতে গড়ে তোলা শহরের সব সুবিধা এখন হাওরে। আর বদলে যাওয়া হাওরের এমন একটি মাইলফলক সেনানিবাস উদ্বোধন করতে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের নিজের গ্রামে আসছেন দেশের প্রধানমন্ত্রী।

তাইতো জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের বাড়িতে দুপুরের খাবারের নিমন্ত্রণ দিলেন রাষ্ট্রপতি । মিঠামইনের কামালপুর গ্রামে নিজের বাড়িতে প্রধানমন্ত্রী কে বরণ করতে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। দুপুরের দিকে প্রধানমন্ত্রী কামালপুর গ্রামে যাবেন সেখানেই তাকে অভিনন্দন জানাবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। দুপুরের খাবারের মেনুতে হাওরের বিভিন্ন প্রকার তাজা মাছ ছাড়াও থাকবে অষ্টগ্রামের সুস্বাদু পনির। দুপুরের খাবারের পর কামালপুর বাড়িতে বিশ্রাম নিবেন প্রধানমন্ত্রী। মিঠামইন থেকে ফেরার সময় তাকে উপহার দেয়া হবে অষ্টগ্রামের পনির। এরই মধ্যে রাষ্ট্রপতির কামালপুরের বাড়িটি ধোঁয়া মোছা করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। বাড়ির দেয়ালে নতুন করে রং করা হয়েছে। প্রধানমন্ত্রীকে বরণে  সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানালেন রাষ্ট্রপতির বড় ছেলে ও কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিক। মাননীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক বলেন,  ২৮ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে আসবেন ক্যান্টনমেন্টে, ক্যান্টনমেন্ট উদ্বোধনের পর উনি আমাদের বাড়িতে চলে আসবেন। উনি সেখানে রেস্ট নেবেন এবং ওখানে খাওয়া-দাওয়া করবেন খাওয়া-দাওয়া করার পর উনি সভা মঞ্চে আসবেন।

মহামান্য উনাকে দাওয়াত দিয়েছেন আমরা সব উনাকে ঐদিন খাওয়াবো। আমরা সবসময় উনাকে পনির পাঠাই এরপরও যেদিন উনি এখানে আসবেন আমরা ওনার সাথে আমরা পনির দিয়ে দিব। ২৭ ফেব্রুয়ারি বাড়িতে চলে আসবেন রাষ্ট্রপতি অবস্থান করবেন নিজের বাড়িতে রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার সকাল দশটায় মিঠামইনে নব নির্মিত মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধন ও  জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী। পরে বিকাল ৩ টায় স্থানীয় হেলিপেট মাঠে  আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন দলের সভাপতি শেখ হাসিনা ।

আরো পড়ুন :  পাচার হওয়া টাকা ফেরাতে সহযোগীতা করবে যুক্তরাষ্ট্র-অর্থ উপদেষ্টা

রায়হান জামান,কিশোরগঞ্জ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ৪:১৯
  • ৬:০৬
  • ৭:২০
  • ৫:৪৪