বাংলাদেশ ভারত মৈত্রী সম্মলনে নজরুল বাঙালির ৩ টি বইয়ের মোড়ক উন্মোচন। বাংলাদেশ ভারত সম্পর্ক কেন্দ্র সিবিআই আর বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত অনুষ্ঠানে সুরকার কবি ও গীতিকার নজরুল বাঙালির বইয়ের মোড়ক উন্মোচন হয়।
প্রধান অতিথি : ড. শাম্মি আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। সভাপতি: ড.এস এম জাহাঙ্গির আলম, মুখ্য সমম্বয়ক বাংলাদেশ সিবিআই আর। বাংলাদেশে এসেছেন ভারতের বালাজী গ্রুপের কর্ণধার পঙ্কজ রায়, পিয়ারলেস হাসপাতালের শীর্ষ স্থানীয় কর্মকর্তা অনুপ ভক্ত ও ত্রিপুরার বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শান্তনু শর্মা। তাদের কে নিয়ে শনিবার রাজধানীর রাজমনি ইশাখাঁ হোটেলে Centre For Bangladesh-India Relations মৈত্রী সম্মিলনীর আয়োজন করে। অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি করেছিলেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব বীর মুক্তিযোদ্ধা শফিক আলম মেহেদী। ভার্স্যুয়ালী সংযুক্ত হয়ে বক্তব্য রেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। উক্ত অনুষ্ঠানের স্মৃতিচারণ ও আলোচনা শেষে সম্মানিত গুণী অতিথিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইন্ডিয়া টুডের বাংলাদেশের প্রধান ইনচার্জ শাহিদুল হাসান খোকন।
আফসানা রিমা/মাগুরা
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।