পানছড়িতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান এর আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
পানছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সমাপন চাকমা সঞ্চালিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সহিদুজ্জামান।
উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা, আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, থানা অফিসার ইনচার্জ হারুনর রশীদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনুতোষ চাকমা, বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ, ২ নং চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা প্রমূখ।