গাইবান্ধায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন
ওমর ফারুক রনি/গাইবান্ধা প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।ঐতিহাসিক এই দিনটিকে স্মরণ করতে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (৭ মার্চ) সকাল ৯টায় পৌর পার্কে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
এ সময় উপস্থিতি থেকে জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান, পুলিশ সুপার কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, পৌর মেয়র মতলবুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গ/সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সরকারী কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থীরা পুষ্পমাল্য অর্পণ করেন।