হাবিবুর রহমান মুন্না, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লায় র্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার দিবসটি উপলক্ষে সকালে ‘এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন : জেন্ডার বৈষম্য করবে নিরসন’ শ্লোগানে সচেতসতায় জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে ব্যানার ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়।
পরে কুমিল্লা নগরের টাউনহলে নারী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: শামীম আলম, পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম(বার),নারী নেত্রী পাপড়ী বসু, নারী নেত্রী ফাহমিদা । আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা মহিলা সমিতিসহ বিভিন্ন নারী সংগঠনের নারী নেতৃবৃন্দরাসহ অংশ নেন।
এর আগে নারী জাগরণের অগ্রদূত কুমিল্লার নবাব ফয়জুন্নেচ্ছা চৌধুরীর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন নারী নেতৃবৃন্দরা। এছাড়া নারী দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা আয়োজনে পালিত হচ্ছে।
এমকে/আস্থা/এসএ