গাইবান্ধায় শুরু হলো ৪ দিনব্যাপী গ্লোবাল ভিলেজ বই মেলা
ওমর ফারুক রনি/গাইবান্ধাপ্রতিনিধিঃ
“খুঁজে নাও জীবনের হেতু, বই হোক সময়ের সেতু” শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় চার দিনব্যাপী গ্লোবাল ভিলেজ বই মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন করেন শিক্ষাবিদ মাজহারুল মান্নান ও জেলা পুলিশ সুপার কামাল হোসেন।
আজ বৃহস্পতিবার (৯ ই মার্চ) বিকাল ৩টার দিকে গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট এলাকায় কবি বিমল সরকার সাহিত্য সম্ভার পাঠাগার ও গ্লোবাল ভিলেজ ওয়েলফেয়ার গ্রুপের সহযোগিতায় চার দিনব্যাপী এই বইমেলা চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলার অনুষ্ঠানমালায় থাকছে শিশু-কিশোরদের শ্রেণিভিত্তিক কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনাসভা, পুরস্কার বিতরণ, নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও লেখকদের কথা, গুনীজন সম্মাননা, স্বরচিত কবিতা পাঠ এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
যুক্তরাষ্ট্র প্রবাসী কবি বিমল সরকারের অনুপ্রেরণা ও পৃষ্ঠপোষকতায় ২০২১ সালের ২৭ মার্চ ২০টি স্টল নিয়ে পথচলা শুরু করেছিল তিন দিনব্যাপী গ্লোবাল ভিলেজ বইমেলা। এ বছর মেলার বহর ও দিন বেড়েছে। এই বইমেলায় এসেছে বইপ্রেমী পাঠক, উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকার কবি-সাহিত্যিক থেকে শুরু করে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনরা।
এবছর বইমেলার জাঁকজমক কিছু কম নয়। মেলায় ‘বাংলা একাডেমি’, ‘বিশ্ব সাহিত্য কেন্দ্র’-এর মতো প্রকাশনা সংস্থার স্টল রয়েছে। প্রথম দিন থেকেই জমজমাট মেলা প্রাঙ্গণ।