খোকন সমর্থকদের উপর পদ বঞ্চিতদের হামলা
- আপডেট সময় : ১২:০৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
- / ১০৫৮ বার পড়া হয়েছে
খোকন সমর্থকদের উপর পদ বঞ্চিতদের হামলা
নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী আদালতে জামিন নিতে এসে বিপাকে পড়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন। তার সমর্থকদের উপর হয়েছে ছাত্রদলের পদ বঞ্চিত নেতা-কর্মীদের হামলা।
অন্যদিকে নরসিংদী জেলা ছাত্র দলের কমিটিতে পদ বঞ্চিত নেতা-কর্মীদের পদ দিতে ও আংশিক কমিটি বাতিল করে পূর্নাঙ্গ কমিটি দেওয়ার দাবিতে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামের সামনে মানববন্ধন করেছে ছাত্র দলের ত্যাগী ও পদ বঞ্চিত নেতা-কর্মীরা। রবিবার দুপুর ১২টায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাইন উদ্দিন, ছাত্রদল নেতা মাইদুল ইসলাম নিহাদ, ফাহিম রাজ অভি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পদ বঞ্চিত নেতা-কর্মীরা কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের বিরুদ্ধে কথা বলায় ত্যাগি নেতা-কর্মীদের উপর হামলা হয়েছে। এ ঘটনায় শিবপুর থানায় করা মামলায় খোকনের জামিন বাতিলের আবেদন জানান ও অবিলম্বে পদ বঞ্চিত নেতা-কর্মীদের জেলা ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত করে বরাবরের মত বিএনপির আন্দোলন সংগ্রামে অবদান রাখার আহবান জানান।
এ সময় পদ বঞ্চিত নেতা-কর্মীদের করা মামলায় খায়রুল কবির খোকন হাজিরা দিতে নরসিংদী জেলা জজ আদালতে আসলে উত্তেজিত নেতা-কর্মীরা খোকনের সমর্থকদের উপর হামলা চালায়। পরে তার খোকন তার ব্যাক্তিগত গাড়ি রেখে অন্য একটি প্রাইভেট কারে করে চলে যান।












