আদালতে ইমরান খান, গ্রেপ্তারের শঙ্কা
আন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান-তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ইসলামাবাদের বিচারিক আদালত ভবনে পৌঁছেছেন। বহুল আলোচিত রাষ্ট্রীয় কোষাগার থেকে উপহার সরিয়ে নেওয়ার তোশাখানা মামলায় শনিবার বিশাল গাড়িবহর নিয়ে আদালত চত্বরে পৌঁছান তিনি।
আদালতে তোশাখানা মামলার শুনানিতে অংশ নেওয়া সাবেক এই প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। দেশটির সংবাদমাধ্যম ডন বলছে, তোশাখানা মামলায় আজ ইমরান খানকে অভিযুক্ত করা হতে পারে। ইসলামাবাদ পুলিশ অভিযোগ করেছে, দলীয় কর্মীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করেছে।
তথ্য অনুযায়ী, পিটিআইয়ের বিশালসংখ্যক কর্মী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাহারা দিয়ে আদালত চত্বর পর্যন্ত গেছেন। কিন্তু আদালতের নিরাপত্তা ব্যবস্থার কারণে তাদেরকে চত্বরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) জাফর ইকবালের আদালতে হাজির হওয়ার কথা রয়েছে পিটিআইয়ের এই নেতার। সম্পদের ঘোষণায় রাষ্ট্রীয় কোষাগার থেকে নেওয়া উপহারের বিবরণ গোপন করার অভিযোগে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সেই মামলার শুনানিতে অংশ নেওয়ার জন্য আদালতে হাজির হয়েছেন তিনি।
শনিবার সকাল ৮টার কিছুক্ষণ পর লাহোরের বাসভবন থেকে আদালতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ইমরানের গাড়িবহর। আদালতে যাওয়ার আগে এক ভিডিও বার্তায় সতর্ক করে দিয়ে তিনি বলেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এই টুইট করার সময় পর্যন্ত আদালতে পৌঁছাননি তিনি। পরে ইসলামাবাদ পুলিশ এক টুইটে জানায়, ইমরানের গাড়িবহর বিচারিক আদালতের একেবারে সামনে রয়েছে।
টুইটে ইসলামাবাদ পুলিশ জানায়, ‘রাজনৈতিক কর্মীদের রাস্তা ফাঁকা করে দেওয়ার অনুরোধ করা হচ্ছে, যাতে ইমরান খান আদালতে পৌঁছাতে পারেন।
রাজনৈতিক কর্মীরা পুলিশের দিকে ঢিল ছুঁড়তে শুরু করেছে বলেও অভিযোগ করে পুলিশ। পুলিশের একটি গাড়িতেও পিটিআইয়ের কর্মীরা আগুন দিয়েছে বলেও দাবি করে পুলিশ। অপর এক টুইটে পুলিশ কথিত গোলাগুলির ছবি পোস্ট করেছে। পাকিস্তানের সরকারি-বেসরকারি সব টেলিভিশন চ্যানেলে ইমরান খানের আদালতে হাজিরা ও সেখানকার পরিস্থিতি নিয়ে সংবাদ পরিবেশন নিষিদ্ধ করা হয়েছে।