পদোন্নতি পেলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের তিন শিক্ষক
আব্দু্ল্লাহ আজাদ/ঠাকুরগাঁও সদর প্রতিনিধিঃ
সহযোগী অধ্যাপক থেকে প্রফেসর পদে পদোন্নতি পেয়েছেন ঠাকুরগাঁও সরকারি কলেজের তিন শিক্ষক।বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৬ জনকে পদোন্নতি দিয়েছে সরকার। তাদের মধ্যে শতাধিক সংযুক্ত ও ওএসডিধারী শিক্ষক রয়েছে। আজ সোমবার (২০ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় উপ-সচিব (সরকারি কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের স্বাগত জানিয়ে ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিল বলেন, অত্যান্ত আনন্দ লাগছে ঠাকুরগাঁও সরকারি কলেজে কর্মরত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ৩ জন শিক্ষক কর্মকর্তা (১) মোঃ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান, (২) মোহাম্মদ শাহজাহান, সহযোগী অধ্যাপক, প্রাণিবিজ্ঞান ও (৩) মোঃ মোকাররম হোসেন, সহযোগী অধ্যাপক, রসায়ন বিভাগ। আজ শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ পদ ‘প্রফেসর’ পদে পদোন্নতি পেয়েছেন। তাদের এই পদোন্নতিতে ঠাকুরগাঁও সরকারি কলেজ পরিবার অত্যন্ত আনন্দিত এবং কলেজ পরিবারের পক্ষ থেকে তাদের জানাই উষ্ণ অভিনন্দনও ফুলেল শুভেচ্ছা। আমি তাদের সাফল্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।