জামিন পেয়েও আটক ইমরানের ভাতিজা
আস্থা ডেস্কঃ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ভাতিজা হাসান খান নিয়াজিকে আটক করেছে পাকিস্থানী পুলিশ। তিনটি মামলায় আটকের পূর্ব জামিন নিয়ে আদালত থেকে বের হওয়ার সময় সোমবার (২০ মার্চ) পৃথক মামলায় তাকে আটক করা হয়। সূত্র-ডন। তিনটি মামলায় আটকের পূর্বে জামিন পাওয়ার পর ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্স (এফজেসি) থেকে বের হওয়ার সময় পৃথক একটি মামলায় ইমরান খানের ভাতিজা হাসান খান নিয়াজিকে সোমবার আটক করে পুলিশ।
হাসান খানের বিরুদ্ধে অভিযোগ, ইমরান খান ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দেওয়ার সময় পিটিআই নেতা-কর্মীদের সঙ্গে হাসান খানও পুলিশের বিরুদ্ধে সংঘর্ষে জড়িয়েছিলেন। এদিন বিচারক ২৮ ফেব্রুয়ারি নথিভুক্ত দু’টি মামলায় হাসান নিয়াজির জামিন নিশ্চিত করেন এবং ১৮ মার্চ কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের (সিটিডি) নথিভুক্ত এফআইআর আটকের পূর্ব অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
ইমরানের ভাতিজার আইনজীবী অ্যাডভোকেট ফয়সাল হুসেন বলেন, নিয়াজিকে পুলিশ হেফাজতে নির্যাতন করা হতে পারে।
পরে বিচারপতি ফারুক পুলিশকে আইন অনুযায়ী
নিয়াজির ডাক্তারি পরীক্ষার নির্দেশ দেন এবং মঙ্গলবার (আজ) বিচারিক হাকিমের সামনে হাজির করতে বলেন। পাকিস্তানি দণ্ডবিধির (পিপিসি) ৩২৪ ধারা ও অন্যান্য পাঁচটি ধারায় মামলা দায়েরের পর সোমবার নিয়াজিকে আটক করা হয়।