DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবীতে দীঘিনালায় বিক্ষোভ মিছিল

Astha Desk
মার্চ ২৫, ২০২৩ ১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবীতে দীঘিনালায় বিক্ষোভ মিছিল

 

দীঘিনালা প্রতিনিধিঃ

পার্বত্য চট্টগ্রামে আবারো ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধানোর ষড়যন্ত্র ও বন্ধের দাবীতে খাগড়াছড়ি জেলার দীঘিনালায় বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ শুক্রবার (২৪ মার্চ/২৩) সকাল ৯টার দিকে দীঘিনালা এলাকাবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিলটব উপজেলার উদাল বাগান এলাকা থেকে শুরু হয়ে উদাল বাগান চৌরাস্তায় সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে দীঘিনালা ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও বাবুছড়া ইউপির সাবেক চেয়ারম্যান সুগত প্রিয় চাকমার সভাপতিত্বে ও বাবুছড়া ইউপির সাবেক মেম্বার টন্তু মনি চাকমার সঞ্চালনায বক্তব্য রাখেন, দীঘিনালা ইউপির চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, অবসরপ্রাপ্ত শিক্ষক দীপুলাক্ষ চাকমা ও মহিলা কার্বারি কনিকা চাকমা প্রমুখ।

দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা বলেন, পানছড়িসহ পার্বত্য চট্টগ্রামে আবারো ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধানোর ষড়যন্ত্র চলছে। তাই এ ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে’ দীঘিনালায় বিক্ষোভ মিছিল করেছি আমরা এলাকাবাসী। তিনি আরও বলেন, সরকার বলছে চুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়ন হয়েছে, জেএসএস বলছে চুক্তি বাস্তবায়ন হয়নি। আসলে চুক্তি কতটুকু বাস্তবায়ন হযেছে তা আমাদের সকলের জানা। কিন্তু চুক্তি বাস্তবায়ন হতে না হতে আবারো ভ্রাতৃঘাতি সংঘাত শুরু হয়েছে। এই সংঘাত বন্ধ না হলে আমরা মহাভারত-রামায়নের কাহিনীতে উল্লেখিত কুরুবংশ যেভাবে নিজেরা নিজেরা মারামারি করে ধ্বংস হয়েছে, সেভাবে আমরাও ধ্বংস হয়ে যাবো। তাই আমরা চাই না ভাইয়ে ভাইয়ে সংঘাত হোক। আমরা চাই এ সংঘাত বন্ধ হোক। তিনি আরো বলেন, আমরা জনগণ এখন দিশেহারা হয়ে পড়েছি। কোথায় গেলে কূল কিনারা পাবো তা নিয়ে আমরা ভেবে পাচ্ছি না। এ সংঘাতের কারণে আমরা জাতিগতভাবে এখন মহা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছি। তাই অচিরেই ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করার জন্য আমি সকল দলের প্রতি আহ্বান জানাচ্ছি।

 

অবসরপ্রাপ্ত শিক্ষক দীপুলাক্ষ চাকমা বলেন, কার ষড়যন্ত্রের কারণে আজকে এই ভ্রাতৃঘাতি সংঘাত তা আমাদের প্রশ্ন রাখা দরকার। যে ষড়যন্ত্রের কারণে আমরা আজকে ভাইয়ে ভাইয়ে মারামারি করছি, আমাদের অধিকার আদায়ের আন্দোলন স্তিমিত হয়ে পড়েছে, তার মূল নেপথ্যে কারা কাজ করছে, কারা ষড়যন্ত্র করছে সে বিষয়টি সবাইকে উপলব্ধি করতে হবে। আমাদের অবশ্যই ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে আমরা যারা সাধারণ জনগণ রয়েছি তারা সবাই ঐক্যবদ্ধ বলে আমি মনে করি। আমরা জনগণ ভ্রাতৃঘাতি সংঘাত চাই না, অধিকার আদায়ের আন্দোলনে সামিল হতে চাই।

আরো পড়ুন :  খাগড়াছড়ি প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন সাধারণ সভা ও গুনীজন সংবর্ধনা

বাবুছড়া ইউপির সাবেক চেয়ারম্যান সুগত প্রিয় চাকমা বলেন, ভ্রাতৃঘাতি সংঘাত কারোর কাম্য নয়। এভাবে আর কত বছর চলবে বলে তিনি প্রতি প্রশ্ন রাখে বলেন, ভাইয়ে ভাইয়ে সংঘাত চলমান থাকলে অদূর ভবিষ্যতে আমাদের জুম্ম জাতির অবস্থা কী হবে তা নিয়ে সবাইকে ভাবতে হবে। তিনি অচিরেই এই ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করার আহ্বান জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০